জাতের বিচার

সন্ন্যাসী রাগিয়া কহেন তাপস বালকে
পতঙ্গের মত কাটাস্ দিন নগ্নপুলকে,
জন্মেছিস কোথা? কিবা জাত তব?
নবীন বালক কহে- মনুষ্যজাতি হয়েই রব।
*******

0.00 avg. rating (0% score) - 0 votes