নূরুল হুদা আল মামুন
———————————–
তোমার প্রস্থান দেখে কাঁদিতে পারিনি
দূর্বল অক্ষম আমি, নয় প্রতিবাদ
আকাশে ওঠেনি শুক্লা দ্বাদশীর চাঁদ
যদিও আড়াল থেকে কেঁদেছে যামিনী।
ফণা তোলা নাগিনীরে সঁপে দিলে জানি
ভয় করিয়াছ জয়, ক্লান্তি অবসাদ
প্রশান্ত আত্মার মতো নিলে মৃত্যু স্বাদ
পিশাচের হাসি যেন বিজিতের গ্লানি।
.
পথের দিশারী হবে যুগ যুগান্তরে
ধ্রুব তারা হয়ে রবে চির অমলিন,
গড়েছ আবাস ভূমি মানব অন্তরে
মুক্ত বিহঙ্গের মতো করো বিচরণ,
যে প্রান বিলাতে জানে ক্ষয় নাই ওরে
ক্ষমিও আমায় তুমি করি নিবেদন ।।
————————————
রচনাকালঃ ২৬/৫/১৬ রাত ১১টা বালাঘাটা