নূরুল হুদা আল মামুন
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
মেঘবালিকার নিমন্ত্রণে গিয়েছিলাম চিম্বুকে
অভিসারে কাটুক সময় যতই বলুক নিন্দুকে।।
.
আলতো ছোঁয়ায় মন ভেজাবো আহা পরম উল্লাসে
তাইত সেদিন হাজির হলেম মেঘবালিকার সকাশে।।
.
ছোঁয়া পেয়ে মেঘবালিকা লুটায় আমার গতরে
নুপূর পায়ে বৃষ্টি নাচে দোল দিয়ে যায় অন্তরে।।
.
রুম ঝুমা ঝুম ছন্দ তোলে, দয়াল বমের পাহাড়ে
মন ছুটে যায় শাল সেগুনের ঝাকড়া চুলের বাহারে।।
.
মেঘ বালিকার অভিসারে দিন কেটে যায় আহারে
প্রশান্তির এক ঢেকুর ওঠে আমার হৃদয় মাঝারে।।
.
শান্তির আশায় ছুটোছুটি করছ যারা দিগবিদিক
দেখে এসো পাহাড় সারি, প্রশান্তি ভরা চৌদিক।।
—
রচনাকালঃ ২০/৫/১৬ তারিখ বালাঘাটা, বিকালঃ ৫টা