ভারত আমার জন্মভূমি, এই দেশ আমার মাতৃভূমি,
স্বদেশ আমার ভারতবর্ষ, জননী আমার বঙ্গ ভূমি।
এই মাটিতে জন্ম আমার আমি দেশকে ভালবাসি,
এই মাটিতে লাঙল চালায়, বাংলার কিষাণ-চাষী।
স্বদেশ আমার স্বপ্নভূমি, ভারত আমার জীবন সাধনা।
এমন দেশটি সারা বিশ্ব জুড়ে, কোথাও খুঁজে পাবে না।
আমার মাটি মায়ের ভালবাসা, স্বদেশপ্রেমের গান,
এই মাটিতেই পরিপুষ্ট আমার দেহ মন আর প্রাণ।
মাটিতে ফলে সোনার ফসল, তালখেজুরের গাছ,
তাল দিঘিতে মরাল ভাসে, লাফায় কাতলা মাছ।
স্বদেশ আমার স্বপ্নভূমি, ভারত আমার জীবন সাধনা।
এমন দেশটি সারা বিশ্ব জুড়ে, কোথাও খুঁজে পাবে না।
এই দেশ আমার মাতৃভূমি, আছে সুফলা মাটির মায়া,
আম ও কাঁঠালের বাগানে আছে সবুজ গাছের ছায়া।
রাখাল বসে বাজায় বাঁশি, দূরে শাল পিয়ালের বনে
দেশ আমার, মাটি আমার, আমার স্বপ্নস্মৃতির কোণে
স্বদেশ আমার স্বপ্নভূমি, ভারত আমার জীবন সাধনা।
এমন দেশটি সারা বিশ্ব জুড়ে, কোথাও খুঁজে পাবে না।