মায়ের কোলে জন্ম

New Movie (16).Movie_Snapshot
মায়ের কোলে জন্ম /// শফিক তপন
———————
মায়ের কোলে জন্ম মোর
মায়ের স্নেহে ভরা,
বাবার সাথে বড় আমি
বাবার হাঁতে গড়া ।

মায়ের কোলে বড় হই
তাঁরই দুগ্ধ পানে,
তাঁরই ধ্যান তাঁরই জ্ঞান
আমার সারা জানে ।

মায়ের কথায় উঠি বসি
মায়ের কথায় খাই,
তাঁর মতো আপন কেহ
এই দুনিয়ায় নাই ।

পিতৃ শ্রদ্ধা ও মাতৃ ভক্তি
আমার শ্রেষ্ঠ শিক্ষা,
পাঠশালাতেও গুরুর কাছে
পাইযে আমি দীক্ষা ।

মায়ের কোলে জন্ম নিয়ে
আমি হলাম ধন্য,
সঠিক পথে এগিয়ে যাব
সৎ কাজের জন্য ।

২১-৫-২০১৬

0.00 avg. rating (0% score) - 0 votes