নগ্ন করোনা দেহ

নগ্ন করোনা দেহ

নষ্ট করোনা আমার ভালোবাসা
ভেঙ্গে দিওনা মন সযতনে রেখো নির্ভেজাল অভগ্ন,
আমাকে ছাড়া এই পৃথিবীতে
অন্য কারো সম্মুখে কখনো তোমার দেহ করোনা নগ্ন ।

তোমার সবকিছুই আমার শুধুই
আমার একান্তই আমার তাহা যে চিরন্তন অবিতথ,
তেমনই আমার এই দেহ মন
প্রাণ সবকিছুই শুধু তোমারই জন্য থাকবে যথা যত ।

তোমার আর আমার মাঝে
কখনো কোনোদিনই রেখোনা তিল পরিমানও ব্যাবধান,
দু’জনার পুণ্য প্রেম প্রীতি ও
ভালোবাসা যেন থাকে দু’জনার মাঝে সর্বদা বিদ্যমান ।

একমাত্র তোমাতেই প্রতিনিয়ত
অধীর আগ্রহে মনোনিবেশ করতে আমি হবো প্রবিষ্ট,
তোমাকে খুঁজি তোমাকে পুঁজি

তোমাতেই আমি নিমগ্ন, তুমিই তো আমার অভীষ্ট ।
====================
শফিক তপন
২৭-৫-২০১৬

0.00 avg. rating (0% score) - 0 votes