কত অন্ধগলি হাতড়ে বেড়ায়ে মাথাকুঁটে
জীবন যৌবনজ্যোতি প্রকাশে মরণটুটে,
অসাধ্য সাধনে ব্রত যত না পারার দল
পেলেও পেতে পারে তারা কর্মের সুফল।
*********
কত অন্ধগলি হাতড়ে বেড়ায়ে মাথাকুঁটে
জীবন যৌবনজ্যোতি প্রকাশে মরণটুটে,
অসাধ্য সাধনে ব্রত যত না পারার দল
পেলেও পেতে পারে তারা কর্মের সুফল।
*********