তোমার কথা মনে পড়তেই

এই মনটা
আমার বেঁধে রেখেছিলাম দেহের ভিতরে অনেক শক্ত করে,
তোমার কথা
মনে পড়তেই তাহা বাঁধন ছিড়ে পুনরায় বাহির হয়ে পড়ে ।

সেই অপরাধে
বন্দী করো যত্নে আমার মনটা তোমার মনের কারাগারে,
মনটা হারিয়ে
শূন্য দেহে তখন আমি পড়ে থাকবো তোমার পথের ধারে ।
——————————
তোমার কথা মনে পড়তেই
শফিক তপন
২২-৫-২০১৬

0.00 avg. rating (0% score) - 0 votes