শুকনো স্মৃতি

শিশির ভেজা সকাল বেলা
খালি পায়ে একলা চলা
চলতে চলতে মনের অজান্তে
মনের  সাথে কথা বলা ।
.
হারানো স্মৃতির শুকনো মালা
চড়িয়ে গলে অগ্নি বালা
বিবেক সাপের দংশনে মনে
বিঁধল বিরল বিষের জ্বালা ।
.
ছেলে বেলার রঙ্গের মেলা
চোখে মুখে ছিলো স্বপ্ন ঢালা
কৈশোরে ভুলে কাটল বেলা
যৌবনে তেও হেলাফেলা
.
জীবন নদে বাইচ খেলা
খেলেছিল মন নিত্য বেলা
আলেয়ার সাথে পাঞ্জা দিয়ে
আবেগের স্রোতে ভাসিয়ে ভেলা ।

0.00 avg. rating (0% score) - 0 votes