যত দূরে যাও তুমি

যত দূরে যাও তুমি
================
যত দূর
তুমি যাও এই পথ বেয়ে বেয়ে,
তত দূর
আমি শুধুই দেখি চেয়ে চেয়ে |

এই পথ
তুমি ছাড়া লাগে বাঁকা বাঁকা,
মনে হয়
আজ সব কিছু ফাঁকা ফাঁকা |

এই পথে
জেনে গেছে তোমার ঠিকানা,
যত দুরে
যাবে তুমি থাকবে মোর জানা ।

যেখান যাও
ছায়া হয়ে যাব তোমারই সাথে,
যত দুরে
যাও তবু তুমি রবে আঁখিপাতে ।

শফিক তপন
২৬-৩-২০১৬

0.00 avg. rating (0% score) - 0 votes