অভিমান

সৃষ্টি সুখের উল্লাসে আপনজনের ছোঁয়া
স্নেহের পরশ উষ্ণ আশীষ যেন পরম পাওয়া।
গলি থেকে রাজপথ খুঁজে খুঁজে হন্যে
অন্ধের দিনরাত্রি আকাশ,মাটি বা অরণ্যে।

অলীক কল্পনা আজ ডানা মেলে আকাশে
শরতের কাশফুল ঢেউ তুলে হরষে।
আলোর রোশনাই, ঢাকের বাদ্যি গগন মাতায়
সান্ধ্য শিশিরবিন্দু দোলে ঘাসের আগায়।

আগমনী গানের মোহে মুগ্ধ যে ভুবন
কোলাহলে মত্ত ধরা খোঁজে নবজীবন।
গগনে আলোর মেলা ঘোচায় অন্ধকার
আকাশে তারারা বিলায় নিশ্চুপ বাহার।

সৃষ্টি সুখের উল্লাস যেন অশ্রুজলে ভেজা
বাঁশি নিয়ে ঘোরে তবু নেই কোন মজা।
সকাল-সন্ধ্যে শুধু খুঁজে ফেরে আনমনে
বিধাতার এ কি খেলা শয়ন ও স্বপনে।

কেন যে হয় এমনতর বিদ্বেষ বিভাগ
কেউ ভাসে আনন্দে,কারো কষ্টের সোহাগ।
নাই বা দিলে স্নেহের পরশ,গোলায় ভরা ধান
মিনতি সবার তরে রাখো মোদের মান।
**********

0.00 avg. rating (0% score) - 0 votes