হত্যার উৎসব
– এম.এম. হাওলাদার
চারিদিকে এ কি শুনি
মৃত্যুর কলরব ?
সারা দেশে চলছে যেন
হত্যার উৎসব !
ঘরে-বাইরে, পথে-ঘাটে
কেন এ মৃত্যু লীলা ?
যমদূত আজ খেলতে বসেছে
রক্তের হোলি খেলা !
আর কত লাশ পড়লে তবে
এর অবসান হবে ?
বাড়ছে শুধুই মৃত্যু-মিছিল
হত্যার উৎসবে !