মৃত্যুর স্বাধীনতা
– এম.এম. হাওলাদার
আমরা নাকি চার যুগ আগে স্বাধীন হয়েছি !
তাহলে কোথায় আমাদের বাঁচার স্বাধীনতা ?
কোথায় আমাদের জীবনের নিশ্চয়তা ?
আমরা পেয়েছি শুধু মৃত্যুর স্বাধীনতা !
মৃত্যু এখানে বাঁধাহীন, মৃত্যুই যেন নিয়তি ;
বরং বাঁচতে চাইলেই তো হাজারটা ঝামেলা !
তবুও আমরা বেঁচে আছি, মৃত্যুর সঙ্গে –
এগিয়ে যাচ্ছি আমাদের ভবিষ্যত মৃত্যুর দিকে !
নিরাপত্তাহীন উপাসনালয়, নিরাপত্তাহীন কারাগার ;
নিরাপত্তাহীন বেডরুম, দেশটা যে আজ মরণফাঁদ !
বাঁচতে চাইলে মৃত্যু, প্রতিবাদ করলে মৃত্যু ;
রাস্তায় নামলে মৃত্যু, মৃত্যুকূপে বাস আমাদের !
মৃত্যু দেখে দেখে আজ আমরা অভ্যস্ত ;
তাই প্রতিটি হত্যাকান্ডই যেন স্বাভাবিক !
বিচ্ছিন্ন ঘটনার বুলি আওড়ায় নির্বোধের দল ;
অচেতন হয়ে পড়ে থাকে বিকল রাষ্ট্রযন্ত্র !
এত মৃত্যু চারিদিকে, তবু কত স্বাভাবিক আমরা !
অথচ আমাদের স্বপ্ন ছিলো, বাঁচার স্বাধীনতা !
কোথায় সেই স্বপ্ন ? কোথায় জীবনের নিশ্চয়তা ?
আমরা কি চেয়েছিলাম এই মৃত্যুর স্বাধীনতা ?