মৃতপ্রায় শহর
– এম.এম. হাওলাদার
বিষাক্ত-বাতাস
নিঃশ্বাসের হাহাকার-
মৃতপ্রায় শহর
পরিত্যাক্ত কারাগার !
ময়লা-ডাস্টবিন
ক্ষুধার্ত কুকুরের পাল-
মৃতপ্রায় শহর
অপেক্ষমান জঞ্জাল !
রাস্তা-ফুটপাত
ভিক্ষুক-পতিতা-ভবঘুরে,
অদৃশ্য আকাশ
অদ্ভুত মৃতপ্রায় শহরে !
মৃতপ্রায় শহর
– এম.এম. হাওলাদার
বিষাক্ত-বাতাস
নিঃশ্বাসের হাহাকার-
মৃতপ্রায় শহর
পরিত্যাক্ত কারাগার !
ময়লা-ডাস্টবিন
ক্ষুধার্ত কুকুরের পাল-
মৃতপ্রায় শহর
অপেক্ষমান জঞ্জাল !
রাস্তা-ফুটপাত
ভিক্ষুক-পতিতা-ভবঘুরে,
অদৃশ্য আকাশ
অদ্ভুত মৃতপ্রায় শহরে !