পাহাড়ের স্বপ্নগুলো

পাহাড়ের স্বপ্নগুলো
– এম.এম. হাওলাদার

পাহাড়ের স্বপ্নগুলো বুলেটবিদ্ধ
মানবেন্দ্র লারমার সাথে;
পাহাড়ের স্বপ্নগুলো অপহৃত
কল্পনা চাকমার পথে।

পাহাড়ের স্বপ্নগুলো নির্যাতিত
শাসকগোষ্ঠীর অত্যাচার-শোষণে;
পাহাড়ের স্বপ্নগুলো ধ্বংসপ্রাপ্ত
সশস্ত্র হায়েনাদের আগ্রাসনে।

0.00 avg. rating (0% score) - 0 votes