পার্বত্য চট্টগ্রাম

পার্বত্য চট্টগ্রাম
– এম.এম. হাওলাদার

গণহত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন; অত্যাচারের খন্ডচিত্র!
দুর্গম পাহাড় যেন আজন্ম শোষিত একখন্ড বাংলাদেশ!

মানবেন্দ্র লারমা যেখানে মাস্টারদা সূর্যসেনের প্রতিচ্ছবি;
কল্পনা চাকমা যেখানে বিপ্লবী প্রীতিলতার উত্তরসূরি।

শাসকগোষ্ঠীর নিপীড়ন আর সশস্ত্র হায়েনাদের চোখ রাঙানি,
নতুন সূর্যোদয়ের আলোকবার্তায় রুখে দাঁড়ানোর প্রতিজ্ঞা!

0.00 avg. rating (0% score) - 0 votes