তোমার শূন্যতা
– এম.এম. হাওলাদার
তোমার অনুরাগ –
তোমার শূন্যতা ;
অসহ্য নিরবতা ,
অসহনীয় যন্ত্রণা !
তোমার স্পর্শ –
তোমার শূন্যতা ;
পুরোনো স্মৃতি ,
ঝাঁপসা অনুভূতি !
তোমার অভিমান –
তোমার শূন্যতা ;
নিদ্রাহীন রাত্রি ,
অন্ধকারের যাত্রী !
তোমার শূন্যতা
– এম.এম. হাওলাদার
তোমার অনুরাগ –
তোমার শূন্যতা ;
অসহ্য নিরবতা ,
অসহনীয় যন্ত্রণা !
তোমার স্পর্শ –
তোমার শূন্যতা ;
পুরোনো স্মৃতি ,
ঝাঁপসা অনুভূতি !
তোমার অভিমান –
তোমার শূন্যতা ;
নিদ্রাহীন রাত্রি ,
অন্ধকারের যাত্রী !