তোমাকে খুঁজেছি

তোমাকে খুঁজেছি
– এম.এম. হাওলাদার

তোমাকে খুঁজেছি,
নিঃসঙ্গ রাতে
বীভৎস অন্ধকারে।

তোমাকে খুঁজেছি,
ভালবাসার শূন্যতায়
ঘুমহীন চোখে।

তোমাকে খুঁজেছি,
মনের গভীরতায়
পুরোনো অভিমানে।

তোমাকে খুঁজেছি,
রাতের আকাশে
তারাদের পাশে।

তোমাকে খুঁজেছি,
নিজেকে ফিরিয়ে নিতে
ফেলে আসা অতীতে।

0.00 avg. rating (0% score) - 0 votes