স্রোতধারা

স্রোতের আপনবেগ কী গভীর টানে
অন্তহীন ধারা বায় কেউ কি তা জানে?
লোকভয়,নিন্দাভয় আর রাজভয়ের বাণে
ছুটিয়া চলে অন্ধপ্রেম মৃত্যুর সন্ধানে।
******

0.00 avg. rating (0% score) - 0 votes