বারেবার তোমাতে হারায়
_______জাহিদ আরেফিন
বাতুল প্রাণে গেয়ে যায় গান
সখি এপার ,এসো এবার
রাখাল সখার বাঁশিতে,
দূর বলাকায় আমার করুণ গীতি
ভেসে যায় গহীনে হারায়
ব্যথার মলিন হাসিতে।
প্রণয় মুছে কেন মনে দিলে জ্বালা
রণিত হৃদয়ে এনে দিলে শত খেলা।
সেই খেলায় মিলন ভুলে-
মরণ চাই যে খুশিতে।।
সম্মোহে শত ভুলে মালা গেঁথে
পথ পরে দু’হাত বাড়ায়,
ধূসর স্মৃতি বুকে জড়িয়ে তবু
বারেবার তোমাতে হারায়।
এ ডাক জানি শুনিবে না কভু তুমি
এ জ্বালায় শুধু জ্বলিব একা আমি।
সিন্ধুপারে মালতী তুমি ফুটে-
জীবন দিয়েছ শুধু ভাসিতে।।
ক’দিনের মায়া মেখে দিলে প্রাণে
চিরদিনের লাগি জ্বালা,
প্রাণ কাঁদিলেও নাই রে উপায়
প্রতিদানে অবহেলা।
ছেড়ে যাবার যদি ছিল এমন করে
স্বপন কেন তব বাঁধিলে আঁখিডোরে।
এখন একাই বাঁচি একাই মরি-
আসে না সে যে ডুবিতে।।