আমার তোমাকে
– এম.এম. হাওলাদার
আমার প্রতিটি স্বপ্ন –
তোমাকে লালন করে।
আমার প্রতিটি মুহূর্ত –
তোমাকে স্মরণ করে।
আমার প্রতিটি স্পর্শ –
তোমাকে কামনা করে।
আমার প্রতিটি নিঃশ্বাস –
তোমাকে অনুভব করে।
আমার তোমাকে
– এম.এম. হাওলাদার
আমার প্রতিটি স্বপ্ন –
তোমাকে লালন করে।
আমার প্রতিটি মুহূর্ত –
তোমাকে স্মরণ করে।
আমার প্রতিটি স্পর্শ –
তোমাকে কামনা করে।
আমার প্রতিটি নিঃশ্বাস –
তোমাকে অনুভব করে।