আমি ভাবি কারে

ভেবে ভেবে আমি যারে মনের রঙে সাজাই তারে
সেতো কভু আমায় বুঝে না,
ফুল বাগিচার গুল সেকি আমার নাকি অন্য কারো
সেতো কভু আমায় খুঁজে না ।

এতো ভালো লাগে যারে শয়নে স্বপনে চুপিসারে
তার কাছেই বার বার আসি,
তারে দেখে যারে ভাবি মন মাঝে শুধু তারই ছবি
আমি ততই তারে ভালোবাসি ।
———————————–
শফিক তপন
১৯-৫-২০১৬
ক্যানবেররা

0.00 avg. rating (0% score) - 0 votes