সন্ধানী মন

আমি বিশ্বাস করি-
বয়স হলেও ভার কমে না কভু
স্বপ্ন,ব্যাখ্যা,চিন্তা পিছু ছাড়ে না তবু
ধূলা হয়ে লুটাই যেন ধূলার ‘পরে প্রভু।

আমি বিশ্বাস করি-
ভাবনা আমার ছিল মেঘের মতন
আমার পাকা আসন ছিল ন্যায়ের রতন
যা কিছু আমার যায় যাক্ দূঃখীত নয় মন।

আমি বিশ্বাস করি-
বাঁধনহারা ঈর্ষা যেন ছোটে সবার আগে
স্বপ্ন রচে রুপের মায়া রাগে অনুরাগে
বিস্মৃত দিনের না বলা কথা হঠাৎ মনে জাগে।

আমি বিশ্বাস করি-
যবে চলে যাব আমি ফেলে যাব পিছু
চিরকালের মনে রাখা শির করে উঁচু
শেষ বার লিখে যাব বাকি যত কিছু।
*******

0.00 avg. rating (0% score) - 0 votes