বৌমা বাড়ি ফিরছে, শাশুড়িরা সাবধান।

শান্তির সংসারে যারা নিয়ে আসে অশান্তির ঝড়,

মা বাবা, ভাইবোন সবাইকে যারা করে দেয় পর।

মা বাবা ওদের কাছে বোঝা, স্বামীর কদর বেশী,

স্বামীকে নিয়ে আলাদা থাকতে ওরা হয় বেশী খুশী।

 

যারা শান্তির সংসারে জ্বালিয়ে দেয় অশান্তির আগুন,

বুড়ো মা বাবাকে খেতে দেয় পান্তাভাত আর নুন।

ছেলের সাথে বৌমা যাচ্ছে সিনেমায়। কি আনন্দ!

আজ সারাদিন অনাহারে থাকতে হবে। রান্না বন্ধ।

 

যারা সর্বদা অহংকার আর  স্বার্থের চাবুকে ঘা মেরে

মা বাবার কাছ থেকে তাদের ছেলেকে নেয় কেড়ে।

সব কিছু দেখেও চুপ করে থাকেন ইডিয়েট ভগবান,

রাত বারোটায় বৌমা বাড়ি ফিরছে, শাশুড়িরা সাবধান।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

0.00 avg. rating (0% score) - 0 votes