ভালবাসা শব্দটি
চারটি বর্নে বাধা
যার মাঝে লুকিয়ে থাকে
স্বর্গসূখ এক গাধা।
যাহার ছোয়া মনের মাঝে
জাগায় শিহরণ
শয়ে যেতে পারে
যার জন্য শত নিপিরণ।
সূখ যদি না পায় কভু
ভালবাসা নাহি যায়
যুগ যুগ ধরে ভালবাসা
হৃদয় মাঝে রয়।
ভালবাসা শব্দটি
চারটি বর্নে বাধা
যার মাঝে লুকিয়ে থাকে
স্বর্গসূখ এক গাধা।
যাহার ছোয়া মনের মাঝে
জাগায় শিহরণ
শয়ে যেতে পারে
যার জন্য শত নিপিরণ।
সূখ যদি না পায় কভু
ভালবাসা নাহি যায়
যুগ যুগ ধরে ভালবাসা
হৃদয় মাঝে রয়।