অভিযোগ নেই

অভিযোগ নেই
_______জাহিদ আরেফিন
কত আর পথ আছে বাকি-
কত অশ্রুধারা বইবে মলিন স্মৃতিপটে ,
জীর্ণকড়িতে কোনোদিন ফুটবেনা ফুল, তবু কেন ব্যকুলতা !
-তুমি সারথি আমার মধুচন্দ্রিমার,
সে আজ অথবা ভবিষ্যৎ কাব্যে জড়িয়ে আছ
আমি কাঁদিনি কোনোকালে,-শুধু তোমার আঁচলে
বিলুপ্ত প্রাণের মলিনতা মুছেছি।
শুহুরে আদলে তুমি বর্ণছায়ার আসন পেতেছো,
গ্রাম্য হুতুম পেঁচার ডাকে-
বন্য নেকড়ের তাড়নে কত ভেঙেছে আমার ঘুম,
-তুমি আট্টালিকায়
ডিজে মিউজিকে স্বরলিপি ভুলেছো।
আমি তখন ভাঙা চালার ফাঁকে খুজে মরি চন্দ্রিমা,
ভৈরবীচক্রবাকে আমি দিকবেদিক ছুটে চলেছি
তুমি তখন আহত প্রাণ দলে
মনের রন্ধ্রে রন্ধ্রে বিলাসী আবেশ মাখো।
– একটি বার ভাবো তো,
আমি ম্যানহোলের চাকতি হয়ে
তোমার পথের বিষাদ
আপন দেহে জড়িয়ে ছেড়েছি বিস্তৃতঅঞ্চল।
একটি প্রাণে কত প্রাণ চাও আর-
যথেষ্ট যা তা ছিলেম আমি তোমার, তবুও তোমার
নিরাশায় বলি হচ্ছে নিরীহ চাতক প্রাণ কত।
ঐ ঘনকালো চুলের খোপায় শত ফুল
অথচ, আমার হাতের ফুল হচ্ছে দলিত পদে।
তুমি কত স্বপ্ন দেখো,
আকাশ ফেড়ে কত নীল খোজো,
রংধনু ক্ষণিকের, –
এই বাণী তোমার প্রাণে মূল্যহীন।
চিত্তদাহ! কেবলি চিত্তদাহ,
রুগ্নদেহে পথের ঘোরের কাঁপন করি অনুভব,
-তুমি ধুমকেতুর গতি
অনাচারের শীর্ষতম ত্রিশূল, -তবুও অভিযোগ নেই আমার,
ধুমকেতুর আঁচড়ে স্বর্গীয় সুখ পাই।
তুমি কি জানো,-প্রেমবিষে মৃত্যু নেই,
ধরিত্রী ফেঁড়ে শত বিশ্বাস
শত নিঃশ্বাস সবটুকু প্রেমানন্দ।
জেনেছি সখি !জেনেছি আমি
তোমার বিরহে আমার মৃত্যু নেই, শুধু বাতায়নে
গভীর আর্তনাদধ্বনি, কলিজায় বুনো হাওয়ার তিক্ততা
আর ক্ষরিত রক্ত তোমার নাম লিখবে
পুনঃপুন ,-আর নতুন দিনের আশে
আমার ঘর ছাড়ার ডাক পড়বে।

0.00 avg. rating (0% score) - 0 votes