টাকা নেই বুক পকেটে
যন্ত্র নেই বুক পকেটে
দুঃখ নেই বুক পকেটে
রোগ নেই বুক পকেটে
শুধু তুমি আছো
সত্য হয়ে স্বচ্ছ হৃৎপিন্ড
এখনো আগের মতো বার বার হেরে যাই
হার শুধু পরাজয়
তবু শুধু তোমার কাছে সান্ত্বনা পাই
আশ্রয় পাই একান্তে
টাকা নেই বুক পকেটে
যন্ত্র নেই বুক পকেটে
দুঃখ নেই বুক পকেটে
রোগ নেই বুক পকেটে
শুধু তুমি আছো
সত্য হয়ে স্বচ্ছ হৃৎপিন্ড
এখনো আগের মতো বার বার হেরে যাই
হার শুধু পরাজয়
তবু শুধু তোমার কাছে সান্ত্বনা পাই
আশ্রয় পাই একান্তে