পথিক

এগিয়ে চলার স্বপ্ন দেখি
পিছন ফিরে দেখতে না চাই,
পথটাকে আজ আপন করে
সবই তো পরের তরে, আপন বলে কিছুই নাই।

অমৃতরস আনতে গিয়ে মৃত্যুসাগর মন্থনে
একলা পথে করি না কোন ভয়,
পেরিয়ে যাওয়া ঘরের গন্ডির দুয়ার ঝেঁপে
সাগর পাহাড় করব যে জয়।

যে দিনটা গেছে চলে- যাক্ না সে
আরেকটা দিন আসছে যবে নেব তুলে,
তেপান্তরের আলোকছায়া ছড়িয়ে মোর প্রাণে
আলো আঁধারের দূরত্ব রচে কোন ব্যবধানে।

মুক্তির ছায়া ঐ দেখা যায় উদার পানে
অচিনপুরের পথিক আমি চলেছি সে পথ বেয়ে,
পথের কাঁটা সরিয়ে নিয়ে, সুখের আশা আঁকড়ে ধরে
মরার আগে মরব না কভূ আর ভয়ে ভয়ে।
********

0.00 avg. rating (0% score) - 0 votes