লেখাপড়া শিখব আমি
যা তোমরা চাও,
সবার কথা শুনব যাতে
কেউনা দুঃখ পাও ।
মা আমায় সব সময়
কত আদর করে,
বেড়াতে যে কত মজা
বাবার হাত ধরে ।
বাবা মা আমার যে
কত আপন জন,
আমি তাঁদের খুব প্রিয়
সাত রাজার ধন ।
পড়ালেখা শিখে আমি
অনেক বড় হব,
সুখে দুখে বাবা মায়ের
পাশে পাশে রব ।
—পড়াশুনা ।।। শফিক তপন –১৬- ৫-২০১৬