জোছনা রাতে চাঁদ উঠেছে

জোছনা রাতে চাঁদ উঠেছে ঐ বাঁশ বাগানের ফাঁকে,
লক্ষ তারারা আকাশের গায়, চাঁদকে ইশারায় ডাকে।
চাঁদ ও তারা একসাথে খেলে নীল আকাশের গায়,
আকাশ জুড়ে লক্ষ তারার মেলা, ফুটফুটে জোছনায়।

জোছনা রাতে নদীর জলে জোছনার রাশি ঝরে,
নদী কিনারায় নৌকা বাঁধা জল ঝিকিমিকি করে।
নদীর কাছে শ্মশানঘাটে আছে পড়ে পোড়া কাঠ,
জোছনা রাতে সাদা ধবধবে ফকির ডাঙার মাঠ।

জোছনা রাতে একসাথে ডাকে বুনো শেয়ালের দল,
জোছনা রাতে সাদা ঝকঝক করে নয়ন দিঘির জল।
রাতের শেষে চাঁদ ডুবে যায় সুনীল আকাশের নীচে,
প্রভাতপাখিরা গেয়ে ওঠে গান আম কাঁঠালের গাছে।

প্রভাত হাওয়া বইতে থাকে শিশির ঝরা ঘাসে,
পূব আকাশে লাল সূর্য ওঠে, সকাল হয়ে আসে।

0.00 avg. rating (0% score) - 0 votes