কাজল রেখা
______জাহিদ আরেফিন
কাজল রেখা !
আমি হিমালয় পাদদেশে
বিচ্ছুরিত প্রাণ খুজছি নিরবধি,-সাথে ঝরে যাওয়া ফুলগুলি তোমার।
কত ফুট, আর কত মাইল বাকি?
কত রাত্রি আর নির্ঘুম অপেক্ষায় কেটে যাবে দয়িতার স্মৃতি ফেড়ে?
-তুমিই বলো,
ব্যাহত অর্তনাদ, মন্দিভূত চাওয়া-পাওয়ায়
কবে খুশি ছিলেম না।
অথচ, দখিনা বাতাসে তোমার ঘনকালো কেশ উড়ছে
আমি গৃহত্যাগে ছেড়েছি জায়গাটুকু
-তোমার নৃত্যকলা, বেহালার সুর
গৃহের সব কোণে পূর্ণ করুক।
কাজল রেখা !
কতটুকু নিঃশ্বাস আর বাকি,-
ভীরু চোখদুটি অপেক্ষায়, দেখবে বলে অভিশাপের বিষ নিক্ষেপণ,
-তুমিই বলো,
ফুল আর অমানুষের যুদ্ধে কতটা সুখ জোটে।
নিষ্কম্প হৃদয়ে তোমার স্থান বরফের পাহাড়ে ঢাকা যেনো
কোনো প্রাণের মৃত্যুের ইতিকথা,
বরবাদ ! বরবাদ!
তুমি বরবাদ হবে,- আমার স্বভাবের বৈপরীত্যে।
কাজল রেখা!
রাজভাষা বুঝি না,-প্রণয় কাব্যগীতি রচি অশুদ্ধতায়
একবার কি তোমার চোখের ভাষা পেরেছি কি
পড়তে? শুধু বিচ্ছেদের ষড়যন্ত্রে
তোমার হাতের ফুলগুলি ঝরিয়েছি নিষ্ঠুরতায়।
– তুমিই বলো,
পানকৌড়ির মিছিলে কে কত রাজ্যে দখলে পাই!
তোমার চোখের জলে আমি উত্তম তা জেনেছি
তবুও, ঝরাপাতার মাঝে কি অস্তিত্ব পাও?
কাজল রেখা!
একটা যুদ্ধ হোক পরিচ্ছন্নতার,
একবার শুদ্ধ হই তোমার জন্য, বিষবৃক্ষে অমৃত ফল হই একবার।
একবার মানুষ হই,
হিংস্রতার চাদরে কিছু মায়া উঠুক জমে।