অধরা চাঁদ

পবিত্র রমজানের পড়ন্ত বেলায়
কাস্তের মত একফালি পবিত্র ঈদের চাঁদ-
ইদ্রিস, রহিম, রাবেয়াদের কাছে
অদেখা,অচেনা থাকতেই ভালোবাসে।

খুশির ঈদের চাঁদের কিরণ
মাঠের আল পেরিয়ে,লালমাটি ছাড়িয়ে-
ছন্নছাড়া হতাশ মানুষগুলোর
নাগাল পেতে ইতস্তত করে,লজ্জাও পায়।

সহজ সরল মানুষের দল
অবাক বিস্ময়ে খবরের পাতা উল্টায়-
কান পেতে রয় আকাশবাণীর খবরে
শহরের আকাশে কি ঈদের চাঁদ ধরা দিয়েছে?

অপেক্ষান্তে পিছিয়ে পড়া মানুষেরা
পবিত্র রমজানের উপবাস অন্তে-
খুশির ঈদের রঙে নিজেদের রাঙাবে
ভূত-ভবিষ্যতকে ভুলবে অন্ততঃ কিছুক্ষণের জন্য।

তাদেরও দাবি নিরসন হউক
চাঁদ নিয়ে এই কানামাছি খেলা,
শহরের চাঁদও উঠুক দিগন্ত বিস্তৃত
কাদামাঠ পেরিয়ে গ্রাম্য আকাশে।

চাঁদের বাঁকা দৃষ্টিতে উৎসবের ঢিলেমি
ফিকে হয়ে যাওয়া নতুন পোষাকের রঙ-
বিবর্ণ আলোর জীর্ণ রোশনাইয়ে
কচিকাঁচাদের রসহীন আনন্দের সমাপ্তি।
********

0.00 avg. rating (0% score) - 0 votes