বিদ্যামন্দির ( সনেট )

শিক্ষার অঙ্গন যেন প্রাচীন মন্দির
ছাত্রধারা বয়ে চলে লক্ষ্যে থাকে স্থির।
অন্ধের যষ্টির মত বাড়ায়ে দু-হাত
স্নেহের আঁচলে বেঁধে রাখে দিনরাত।
কিছু আসে কিছু যায় পড়ে থাকে কিছু
বারে বারে ডাক দেয় ছাড়ে না তো পিছু।
অতীতের মাঝে থাকে মিলন মহান
গেলে সেথা ধরা দেয় অনন্ত সোপান।
বিষের লেহনে আজ মত্ত যে ভুবন
কলঙ্কের ঘৃণ্য বীজ করিয়া বপন।
সাধের জ্ঞানের তরী ডুবাইয়া নীরে
স্বেচ্ছায় হারায় শেষে কাঁচ কাটা হীরে।
বিদ্যার মন্দির থাক উপরে সবার
অপকৃষ্ট কর্মশেষে কেন হাহাকার।
********

0.00 avg. rating (0% score) - 0 votes