সাদা কালো

সাদা বলে কালো তুই বড়ই কুৎসিত
কালো বলে সাদা- তোরই হল জিৎ,
কিন্তু ভাই মনে রাখিস্ একেলা থাকি আমি
তুই আরো সাথী নিয়ে আমাতে যাস্ থামি।
********

0.00 avg. rating (0% score) - 0 votes