পুরান

দেখা নেই
কথা নেই
তবু অন্য ব্যাথা
প্রাচীন কেল্লা লুকানো স্মৃতি।

স্বপ্নরা ঘুরে ফিরে আসে সময়ে অসময়ে
শব্দ করে নিজস্ব ভাষায়
শুনতে চাইনা কিছু বুঝতে চাইনা
তবু কোলাহল থামেনা কখনো।

0.00 avg. rating (0% score) - 0 votes