খাই খাই নেতা

খাই খাই নেতা
-আমিনুর রহমান নিরব

সাধু সেজে নেতারা
বলে মোরা ভাই ভাই,
ভোট শেষে তাহারা
বলে শুধু খাই খাই।

ক্ষমতা লাভে ফের
বাড়ি-গাড়ি চাই চাই,
জনগণের হক শেষ
বলে এখন নাই নাই।

বাহ্ বা আর কড়তালি
পেল যত তাই তাই,
কাজের বেলায় ফাঁকি
নেতা চলে যাই যাই।

বিলাসীতায় মুখে ভাষা
হ্যায় হ্যালো হাই হাই,
চুরি চামাড়ি করে ফাঁকা
নেতার বিদায় বাই বাই।

0.00 avg. rating (0% score) - 0 votes