দু’টুকরো ভালবাসা

ভালবাসা যায় না কাটা, স্নেহের করাত দিয়ে,
ভালবাসা ঘুমিয়ে আছে, প্রেমের পরশ নিয়ে।
ভালবাসা যায় না ভাঙা, মায়ার হাতুড়ি দিয়ে,
ভালবাসার কাঙাল আমি, বাঁচবো কি নিয়ে?

দুঃখকে যারা সুখের কারায় বন্দী করে রাখে,
ভালবাসা তাদের কাছেই বন্দী হয়ে থাকে।
স্নেহ প্রেম প্রীতি ভালবাসা বিরহের বেদনা,
ভালবাসা মানে শুধু অন্তরের বুকফাটা কান্না।

প্রেমের বাঁধন আলগা হলে ভালবাসা যায় মরে,
নিষ্পাপ ভালবাসা কাঁদে শুধু সারাটি জীবন ধরে।
উষর মরূতে বপন করে সবে ভালবাসার চারা,
ভালবাসার নদীতে বহে সতত অশ্রু নদীর ধারা।

ভুল করে সবাই ভালবাসে, কেন মিছে করে আশা,
জীবন নদীর ঘুর্ণিপাকে কাঁদে দু’টুকরো ভালবাসা।

0.00 avg. rating (0% score) - 0 votes