চাঁদ নেই রাতের আকাশে, মরে গেছে জোছনা,
সারারাত ধরে শুনি শুধু, ঝিঁঝিঁ পোকার কান্না।
জোনাকিরা সারারাত জ্বলে গাছে নিয়ে বাতি।
অমানিশার আঁধারে কাঁদে সেই মায়াবী রাতি।
দুর্যোগ ভরা আঁধার রাতি আকাশ হয়েছে কালো,
অম্বরে অম্বরে গরজে মেঘ, জ্বলিছে অশনি আলো।
শ্মশানে জ্বলন্ত চিতায়, পুড়ে প্রাণহীন মৃতদেহ।
মৌন মুখর রাতি কাঁদে, নাই মায়া মমতা স্নেহ।
সেই মায়াবী রাতি কাঁদে একাকী গাঁয়ের সীমানায়,
পথের বাঁকে শেয়াল ডাকে, বাদুড়েরা উড়ে বেড়ায়।
মৌন রাতি কাঁদে শুয়ে বালুচরে, ওঠে ঝড় তুফান,
নয়নের জলে নদী বয়ে যায়, রাতি হয় অবসান।