সবুজ পৃথিবী ছিলো
এখন অট্রালিকা শহর
হারিয়ে ফেলি বার বার নিজস্ব পথ।
আমার ছিলো মুক্ত বাতাস
দিগন্ত আকাশ
এখন যেন অন্ধ আমি, চোখ মেলে দেখি ইট পাথর।
সবুজ পৃথিবী ছিলো
এখন অট্রালিকা শহর
হারিয়ে ফেলি বার বার নিজস্ব পথ।
আমার ছিলো মুক্ত বাতাস
দিগন্ত আকাশ
এখন যেন অন্ধ আমি, চোখ মেলে দেখি ইট পাথর।