শিলা নামের কন্না।

2016-05-09-22-24-58তোমার রুপ দেখিয়া মুদ্ধ আমি জীর্ণ আমার নয়ন,
দেখা হতে এ অবধি তুমিই আমার স্বপন।
কোথা হতে আসিয়াছ নাম নাকি শিলা,
প্রথম দেখায় খাচা রাইখা প্রান কাইরা নিলা।
অর্থ নামের পাষাণ পাথর তবু বোঝেনা মোর মন,
তোমায় পাশে পাইলে আমি বরন করিব মরণ।
আজ না হয় নাইবা দিলা আমার ডাকে শারা,
কাল আবার খুজে আমায় হয়োনা দিশেহারা।
ও চোখের মাঝে আমি দেখিয়াছি প্রেম,
তোমার বুকের মাঝে আমার কর গোরস্তান।

0.00 avg. rating (0% score) - 0 votes