বই মেলার রহস্য

বই মেলার রহস্য

পড়বো বই মজা করে,
হাজার টাকার নোট দরে ।
আবারো বাহির নতুন বই ।
পড়তে বসলে হইচই ।
শান্ত ভাবে বই পড়বো ,
এই অঙ্গীকারে বই কিনবো ।
যাবো মেলায় নতুন বই ।
কিনবো পড়বো সবাই কই।
চলো সবাই মেলায় যাই ।
নতুন নতুন জ্ঞান পাই।

 

0.00 avg. rating (0% score) - 0 votes