বেইমানি

কোকিল কাকেরে শুধায় ‘ওহে মোর সখা’
বাচ্চারে জন্মায়ে তোমার পাইনি তো দেখা,
কাক কোকিলেরে কহে’ ওহে বাছাধন’
তোর মত মহামূর্খ ধরায় না আছে এমন।
********

0.00 avg. rating (0% score) - 0 votes