মায়ের মুখের মিষ্টি সে হাসি

11174843_866497000111061_4136974138182048755_n (1)
এই পৃথিবীতে আমার
সব চেয়ে প্রিয় আদরের সোনার মা জননী,
আমার বুকের প্রতিটি
স্পন্দনে মিশে আছে মায়ের মমতার ধ্বনি ।

বিশ্ব মহা মাতৃ দিবস
স্মরণ করায় মা জাতির মর্যাদা ও সন্মান,
সেই সুবাদে সকলের
জানা জানিতে মায়ের প্রতি বেড়ে যায় টান ।

এবিশ্ব দরবার আজি
শ্রদ্ধাঞ্জলিতে ভরা সবার মাকেই ঘিরে রাখে,
হে বিশ্ব তুমি স্মরণ
করেছ মহা মাতৃদিবসে আজ আমার মাকে ।

অন্য দিনের মত মা

মাগো আমি  আজকেও তোমায় ভালোবাসি,
নীরবে নিভৃতে লালন
করি এ বুকে তোমার মুখের মিষ্টি সে হাসি ।
———————————–
মায়ের মুখের মিষ্টি হাসি
শফিক তপন
২৫ বৈশাখ ১৪২৩ রবিবার
8-5-2016
ক্যানবেরা, অস্ট্রেলিয়া ।

0.00 avg. rating (0% score) - 0 votes