স্বার্থপর

অগোচরে থাকা ফুল সুবাস ছড়ায়
বসন্তের হাওয়া যবে অরণ্য মাতায়,
দেখেও দেখে না কেহ চক্ষু মেলিয়া
ঘ্রাণে মজে চলে যায় শুধু নীরবে হাসিয়া।
********

0.00 avg. rating (0% score) - 0 votes