আকাশ জুড়ে তুই

আজ আকাশটায় চাঁদ নেই,কোন তারা
নেই,
আজ শূন্য আকাশের বুক!!
আমি আকাশের পানে চাই,সময়কে
থামিয়ে দিয়ে পালানোর পথ খুঁজি;
আকাশ কত বিশাল,তবুও পালানোর
এতটুকু পথ নেই…!!!
সমস্ত আকাশ ছেয়ে আছে একটি
ছায়া,একটি ধূসর মায়া,একটি প্রিয়
মুখ…!!!

0.00 avg. rating (0% score) - 0 votes