যতটুকু ভালোবাসা দিলাম

ওগো যতটুকু ভালোবাসা দিলাম তোমায় আমি,
যতন করে রেখো তা যে সোনার চেয়েও দামী ।
ধনেও নয় দৌলতে নয় শুধু ভালবাসায় ভরে,
এ বুকেই রাখবো তোমায় অনেক আপন করে ।

সুখে দুখে থেকো পাশে তুমি চির জনমের তরে,
আমায় ফেলে একা কভু তুমি যেওনা দুরে সরে ।
ঐ সুদূর নীলিমার বুকে নীল থাকে যেমন করে,
তেমনি তোমার বুকে আমায় সদা রেখো ধরে ।
-Shafiq Tapan
31-12-2015
Canberra

0.00 avg. rating (0% score) - 0 votes