এরা কারা!

নারী হয়ে জন্মানো যদি অপরাধ হয়
তবে তারা অপরাধী।
শিক্ষার নিমিত্তে বাড়ী থেকে বেরুনো যদি অপরাধ হয়
তবে তারা অপরাধী।
সমাজের অন্ধকার দিকটা প্রকাশ্যে আনা যদি অপরাধ হয়
তবে তারা অপরাধী।
আজ অপরাধের শাস্তি খড়্গ স্বরুপ তাদের শিয়রে।

কেউ বা আমাদের মধ্যে আজ আর নেই, কারুর বা বাকরুদ্ধ
আবার কারুর কন্ঠে প্রতিবাদের সোচ্চার আহ্বান।
বাঁচতে চেয়েছিল অভয়া শুধুই অপরাধীর শাস্তির দাবীতে,
পাশের ঐ ছোট্ট মেয়েটি আজ ভাষা হারিয়েছে,
সুদূরপারের নাম না জানা প্রতিবাদী মেয়েটি গর্জে উঠেছে
কলঙ্কের দাগকে হেলায় মুছে ফেলে সেই তিরকে–
ঘুরিয়ে দিতে চায় সমাজের ঐ কুলাঙ্গারদের পানে।

সে সব নপুংসক বীর পান্ডাদের কীর্তি-
মা-বোনদের ইজ্জত লুঠ, সম্মানহানী
ইতিহাসের কালো পাতায় টিম্ টিম্ করে জ্বলতে থাকবে।
ভালো মানুষের মুখোশধারী মুখগুলোকে মানবসমাজে টেনে এনে
চিনিয়ে দেবে তাদের আসল পরিচয়।

হে সাহসী বীরাঙ্গনার দল এগিয়ে চলো-
তোমাদের সামনে থাকার অধিকার আমরা হারিয়েছি।
পিছন ফিরে তাকিয়ে দেখো শুধু একবার
অনুসরণে কত বীর পুঙ্গবের শ্রেণী
লজ্জাবনতঃ বাকরুদ্ধের প্রতিভূ হয়ে।
ক্ষমা এদের করতে না পারলেও
অন্ততঃ করুণাও তো একটু করতে পারো।
**********

0.00 avg. rating (0% score) - 0 votes