না হয় দু- চারটে বাজে কথা বলে ফেলেছি।
তাতে কি এসে যায়?
আমি না জনপ্রতিনিধি।
আমি তো তোমাদেরই একজন-
আমি তো আর মধ্যগগনের তারা নই,
আমিও তো রক্তে মাংসে গড়া শুধুই মানুষ,
আমারও তো আছে জ্ঞান, বোধবুদ্ধি।
না হয় তারই হয়েছে একটু অপব্যবহার-
তাতে কি যায় আসে?
আমি তো তোমাদের ভাষাতেই কথা বলেছি।
না হয় হয়েছে তার একটু বাড়াবাড়ি ।
আমিও তো মানুষ।
আমি জানি আমাকে তোমাদের হিংসে হয়-
আমি হয়তো তোমাদের মত কর্মঠ নই,
তো কি! কোদাল না চালালেও
আমার মুখ চলে অনবরত।
ভাষা ফুরিয়ে গেলে কি আর করা-
তখন তো কিছু ভাষা ধার করতেই হয়।
এ ভাষা আমার সৃষ্টির ভাষা নয়
ধার করা ভাষা যত-
ভেসে বেড়ায় আড্ডায়, রকের আনাচে কানাচে।
আমারও তো ইচ্ছে করে কখনও
আইনঘরের মধ্যে বন্দি হয়ে না থেকে
পালিয়ে বেড়াই শালীনতার শেষ সীমানায় ।
আর তখনই তো বেরিয়ে পড়ে
আমার মুখ ও মুখোশের নামাবলি।
যতবারই আমি তোমাদের বোঝাতে চাই-
এ আমার আসল রুপ নয়
আমি তো তোমাদেরই স্বরুপ-
তোমাদের বিশ্বাস হয় না আমাকে।
আমাকে আমার মত থাকতে দাও না।
মুখ ফস্কে কবে কি বলেছি আর-
তা নিয়েই চলে তোমাদের কুটকচালি।
কিন্তু কখনই ভুল না
আমি এক জনপ্রতিনিধি।
এ স্বাধীনতা হয়তো তোমাদেরই দেওয়া
কিন্তু দোহায় তোমাদের–
মারণাস্ত্র প্রয়োগে আমার প্রতিনিধিত্ব নিও না কেড়ে।
দিতে হয় মুচলেকা – তাতেও আমি রাজী,
আর হবে না দেরি।
আমি এক কুলাঙ্গার-
তোমাদেরই পাঠানো এক জনপ্রতিনিধি।
**********