মা (চতুর্দশপদী )

পৃথিবীর সব শব্দ ভান্ডার যে পাশে
থাকব না আমি সেখানে,যদি না থাকে
একটি শব্দ মা, শরীরের রক্তে মিশে,
মিশে পাজড়ের প্রতি ভাজে, জন্ম থেকে
আজ অবধি জিবন যুদ্ধে প্রতি পাকে
প্রতি পদে,পাশে বিপদতাড়িনী বেশে ।
.
মায়ের কোলে সদা স্বর্গের শীতলতা
মায়া মমতা ভালোবাসা স্নেহের ধারা
প্রবাহমান গঙ্গার ন্যায়, বিশালতা
মন সমুদ্র কেও হার মানায়, সারা
বিশ্বকে জানিয়ে দেয় তার উদারতা
ক্ষমার ক্ষমতায় হারে ভগবানেরা
মা তুমি আমার দুই নয়নের তারা
তোমার পায়ে পাই বেহেস্তের উষ্ণতা।

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “মা (চতুর্দশপদী )

Comments are closed.