নোলক

গাজী মোশাররফ
নোলক
আকাশের শুভ্রতা জানিয়ে যায়
নোলক হারানোর বেদনা ।
নদী তটে খেয়া তরী, কে গো ভাসায় ?
প্রমত্ত যৈাবনা নেই কোন সলনা !
তোমারি পাওনা আমারি মাঝে
আমারি এ নোলক শত কামনায় পাওয়া ।
শ্রাবন সন্ধার কোন ক্ষন সাঝে?
জলদধারার পরিয়ে ছিলো সুবোধ মায়ায়।
ভরা দুপুরে স্বচ্ছ নদীর তটে,
মন ময়না কোন সে বটে!
কাকের কলশ বাকিয়ে চলে,
অচিন পাখির হৃদয় খুলে,
মন পাখি বুঝে তারে, আপন কাহারে কহে
চাহিনা অবেলায় অপূর্ন দাহে ।
নোলক সে যে আপনারি মরমী কোন কবি?
শুভ্র মেঘেরে পাখা মেলে খোজে তারি ছবি ।
চাহিনা তোমার নরম মাংশ পিন্ড
আমারি লোশম হাতের পরশ ।
পবিত্র শিশ্নে,চাহিনা মুখের স্পর্শ দন্ড
নিরালায় নিরিবিলি তপ্ত অঙ্গের সরস
আমি খুজি ফিরি ,আমারি নোলক কোন এক অবেলা !
Mosarrf Hosain’s photo.

0.00 avg. rating (0% score) - 0 votes